মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সালমান হত্যায় তিন জেএমবি সদস্যের ফাঁসি চারজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নিজ দলের কর্মী সালমানকে গলা কেটে হত্যা মামলার রায়ে ৩ জেএমবি সদস্যকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা করে অর্থদন্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদন্ডসহ এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।

গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী একজন পলাতক ছাড়া অন্য আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চাঁনপাড়া গ্রামের মৃত এরশাদের ছেলে সানোয়ার (পলাতক), গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম রাজারামপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম এবং একই উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুস শুকুর ওরফে শুকুর। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজেলার বোগলা গোপালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সামশুল হক, নওগাঁ জেলার মান্দা উপজেলার আবদুল মোতাকাব্বির ওরফে বুলবুল ওরফে ফাহিম ওরফে নবীন ওরফে সজীব ওরফে সনি, একই উপজেলার চকপুস্তম গ্রামের নজরুল ইসলাম টুনুর ছেলে সাইফুল ইসলাম ওরফে সাইফুল ও নিমতলা ঘণ্টুটোলা গ্রামের মাহাতাবের ছেলে শামীম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, জেএমবির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল নাচোল উপজেলার খলসি-বোরিয়া এলাকায় গলা কেটে হত্যা করা হয় ওই সময়ের স্বঘোষিত আমির রুহুল আমীন ওরফে সালমানকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর