মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রামে ৯ কোটি টাকা আত্মসাৎ

সিভিল সার্জনসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাতের অভিযোগে ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সাবেক সিভিল সার্জন ও ঠিকাদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মামলায় ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুর রব, ডা. বিজন কুমার নাথ, জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মইন উদ্দিন মজুমদার, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির প্রোপ্রাইটর মো. জাহের উদ্দিন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মুন্সী ফারুক হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ২০১৪-১৫ অর্থবছরের কেনাকাটায় দুর্নীতির মধ্য দিয়ে দন্ডবিধির ৪০৯/৪৬৭/ ৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর