বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দ্রুতবিচারে অপরাধপ্রবণতা কমে

নিজস্ব প্রতিবেদক

দ্রুতবিচারে অপরাধপ্রবণতা কমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বলেছেন, বিচারদ্রুত হলে দেশে অপরাধপ্রবণতা কমে। হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এ হামলার বিচারের রায় যুগান্তকারী বলে আমি মনে করি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে অনেক সমালোচনা আছে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার রায় হতেও অবশ্য অনেক সময় লেগেছে। যদিও ওটা অনেক বড় ঘটনা ছিল। তবে হলি আর্টিজানের হামলার ঘটনা বেশ জটিল ছিল। শিক্ষিত তরুণরা এরকম উগ্র মতবাদে জড়াতে পারে এমনটা কেউ ভাবতে পারেনি। জঙ্গিবাদ বিস্তারে এ ছিল নতুন জাল। এ ঘটনার কারণে দেশে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দেশ বিনিয়োগ থেকে সরে গেছে। চলে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মীরা। তবে সরকারের কূটনৈতিক সফলতায় সে পরিস্থিতি পাল্টেছে।

মেট্রোরেলে জাপানি কর্মীরা আবার কাজ করছে। ড. জিয়া রহমান আরও বলেন, জঙ্গিবাদ নিয়ে বৈশ্বিক রাজনীতি আছে। সন্ত্রাসবাদ বিশ্বের অনেক দেশেই মাথাচাড়া দিয়েছে। আইএসের সঙ্গে সংযোগ স্থাপন করতে তারা এই নয়া জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল। তবে দ্রুত বিচার হওয়ায় মানুষের মাঝে স্বস্তি আসবে। এ রায় বৈশ্বিক ভাবমূর্তি ফেরাতে ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর