শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাল বিপিএলের উদ্বোধনে থাকবেন সালমান-ক্যাটরিনা

ক্রীড়া প্রতিবেদক

কাল বিপিএলের উদ্বোধনে থাকবেন সালমান-ক্যাটরিনা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) জমকালো উদ্বোধন। অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের সুপারস্টার জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সংগীত পরিবেশন করবেন ভারতের তারকা সংগীতশিল্পী সনু নিগম ও কৈলাশ খের। বাংলাদেশি শিল্পীদের মধ্যে থাকবেন মমতাজ ও জেমস। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এই বিশেষ সংস্করণের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলা মাঠে গড়াবে ১১ ডিসেম্বর। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ৭টি দল। এই আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। ক্রিকেট বোর্ডের অধীনেই পরিচালিত হবে প্রত্যেক দল। বিপিএলে এর আগেও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সব শেষ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন বলিউড হার্ডধ্রুব হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে এবারের এই বিশেষ আসরে উদ্বোধনী অনুষ্ঠানেও বাড়তি মাত্রা যোগ করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বঙ্গবন্ধু বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জাতির জনকের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন। তাকে বিশেষভাবে সম্মান জানাতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই উদ্বোধনী অনুষ্ঠানটা স্মরণীয় করে রাখতে। যাতে মানুষ মনে রাখে।’ শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, এবার মাঠের খেলাতেও বিশেষ গুরুত্ব থাকছে! রকিবুল হাসান বলেন, ‘এর পরই শুরু হবে মাঠের লড়াই। সেখানেও আমরা অনেক ভালো করতে চাই।’

সর্বশেষ খবর