শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘুষের টাকাসহ দুদকের জালে সিভিল এভিয়েশন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

ঘুষের টাকাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের ১ লাখ টাকাসহ উত্তরার বিএফসি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়। লাইসেন্স যাচাই করে বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে তিনি এ ঘুষ নেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এ ফাঁদ মামলা পরিচালনা করে। ঘুষ গ্রহণের এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলা হবে।

সর্বশেষ খবর