বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কী আছে বরিসের ভাগ্যে

প্রতিদিন ডেস্ক

কী আছে বরিসের ভাগ্যে

আগামীকাল যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। এ নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের শাসনক্ষমতা ও ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) ভবিষ্যৎ। প্রচারের শেষ সময়ে ব্যস্ত রয়েছেন নেতারা। প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাগ্যে কী ঘটছে সেটাও দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব। শেষ পর্বের প্রচারণায় কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট কার্যকরের বিষয়টিকে জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল লেবারের নেতা জেরেমি করবিন গত এক দশক ধরে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের কৃচ্ছ্রসাধন নীতির কুফলগুলোর দিকে ভোটারদের দৃষ্টি ফেরাতে জোর দিচ্ছেন। প্রধানমন্ত্রী জনসন সোমবার নির্বাচনের মাঠে এক অদ্ভুত কা- করে বসেন। লিডসের একটি হাসপাতালের মেঝেতে শোয়া নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীর অনুভূতি জানতে চাইছিলেন এক সাংবাদিক।

ওই সাংবাদিক নিজের মোবাইলে সংরক্ষিত ওই ছবির প্রতি বারবার জনসনের দৃষ্টি আকর্ষণ করছিলেন। কিন্তু জনসন ছবির দিকে না তাকিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে নিজের প্রতিশ্রুতিগুলো তুলে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে সাংবাদিকের মোবাইলটি কেড়ে নিয়ে নিজের পকেটে ভরে ফেলেন প্রধানমন্ত্রী জনসন। সাংবাদিক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি ছবিটির দিকে তাকালেন-ই না, আমার মোবাইলটিও নিয়ে নিলেন?’ বাধ্য হয়ে জনসন পকেট থেকে মোবাইলটি বের করে ছবিটি দেখেন এবং তা ফেরত দেন। জনসনের এমন আচরণ তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর