শিরোনাম
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশি বংশোদ্ভূত চার কন্যার ব্রিটেন জয়

তানভীর আহমেদ

বাংলাদেশি বংশোদ্ভূত চার কন্যার ব্রিটেন জয়

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় জয়ে চমক দেখালেন চার বাঙালি কন্যা। তারা হলেন রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম। তারা চারজনই লেবার পার্টি থেকে ভোটের লড়াইয়ে নামেন। লেবার পার্টির ভরাডুবি হলেও নিজেদের আসন দখলে রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত তিনজনই। এ ছাড়া এবারই প্রথম এমপি নির্বাচিত হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন আরেক বাঙালি কন্যা আফসানা বেগম। মনোনয়ন লড়াইয়ে সবাইকে চমকে দিয়ে নির্বাচনের টিকিট পেয়েছিলেন তিনি। তার জয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা বেড়ে হলো চারজন। নির্ধারিত সময়ের তিন বছর আগেই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণের এই ভোটযুদ্ধে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। লেবার পার্টি অর্ধশতাধিক আসনে হারালেও যে চারটি আসনে বাংলাদেশি বংশোদ্ভূতরা লড়েছেন, সেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা তাদের অর্ধেক ভোটও পাননি। টিউলিপ সিদ্দিক : টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে তিনি লড়েছিলেন কনজারভেটিভ পাটির জনি লুকের বিপক্ষে। জনি লুককে প্রায় ১৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে টিউলিপ সিদ্দিক হ্যাটট্রিক জয় নিশ্চিত করেন। এর আগে ২০১৫ সালে এবং পরের দফায় ২০১৭ সালে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে  নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। রুশনারা আলী : ব্রিটিশ পার্লামেন্টের তিনবারের এমপি সিলেটের মেয়ে রুশনারা আলীও বিজয়ী হয়েছেন। কনজারভেটিভ প্রার্থী নিকোলাস স্টোভোল্টকে ব্যবধানে হারিয়েছেন তিনি। রুশনারা আলীর প্রাপ্ত ভোট ৪৪ হাজার ৫২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ট পেয়েছেন ৬ হাজার ৫২৮ ভোট। প্রদত্ত ভোটের প্রায় ৭৩ শতাংশ পেয়েছেন রুশনারা আলী। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী প্রথমবার নির্বাচিত হন ২০১০ সালে। সে সময় তিনি পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য ছিলেন। কনজারভেটিভ সরকারের আমলে তিনি বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূতের দায়িত্ব পালন করেছেন। রূপা হক : পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে আরেক বাঙালি কন্যা রূপা হক টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জুলিয়ান গ্যাল্যান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট। রূপা হক ২০১৫ সালের নির্বাচনে রক্ষণশীলদের হাত থেকে আসনটি পুনরুদ্ধার করে আলোচনার জন্ম দেন। ২০১৭ সালের নির্বাচনে তিনি আরও বড় ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। তিনি ডেপুটি মেয়র হিসেবে স্থানীয় সরকারে দায়িত্ব পালন করেছেন। আফসানা বেগম : পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট এমপি নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি কন্যা আফসানা বেগম। লেবার দলের প্রার্থী আফসানা পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট। প্রথমবারই বিপুল ব্যবধানে জয় পেলেন আফসানা। যুক্তরাজ্যে এবারের নির্বাচনে তিন দল থেকে মোট সাতজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নিলেও লেবার পার্টির চারকন্যা ছাড়া আর কেউই জয় পাননি। লন্ডনের বেকেনহাম আসনে হেরে গেছেন লেবার পার্টির ব্যারিস্টার মেরিনা আহমেদ। হ্যারো ওয়েস্ট আসনে কনজারভেটিভ পার্টির একমাত্র বাঙালি প্রার্থী আনোয়ারা আলীও হেরেছেন। পরাজিত হয়েছেন আরেক বাঙালি ড. বাবলিন মল্লিক। তিনি কার্ডিফ সেন্ট্রাল আসন থেকে লিবডেমের মনোনয়নে প্রার্থী হয়েছিলেন।

আওয়ামী লীগের অভিনন্দন :  যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার বাঙালি নারী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টানা তৃতীয়বার এবং রূপা হক, রুশনারা আলী পুনরায় ও আফসানা বেগম প্রথম বারের মতো বিজয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হওয়ায় এবং বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক, রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় ও আরেক বাঙালি নারী প্রথমবারের মতো বিজয়ী হওয়ায় বিশ্বসভায় বাঙালি জাতির ভাবমূর্তি ও মর্যাদা আরও সমুজ্জ্বল হয়েছে। তাদের এই জয়যাত্রা বাঙালি জাতির গৌরব ও মর্যাদাকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। এ বিজয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে এক নবতর জাগরণের সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর