শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের পরিণতি কী হতে যাচ্ছে?

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রতিনিধি পরিষদে (নিম্নকক্ষ) অভিশংসিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার মুখোমুখি হতে হবে মার্কিন সিনেটের (উচ্চকক্ষ)। এখানেই তাঁর ভাগ্য পরীক্ষা হবে, অর্থাৎ তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকতে পারবেন কি পারবেন না- তা নির্ধারণ হবে সিনেটে। সূত্র : সিএনএন, বিবিসি।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি এখনো অভিশংসনের আর্টিকেলগুলো সিনেটে পাঠাননি। ফলে সিনেট ভোটের দিন-তারিখ ঠিক করেনি। অভিশংসনের অনুমোদিত প্রস্তাব সিনেটে জমা দেওয়ার পরই সিনেট ট্রাম্পের ব্যাপারে ভোটের দিনক্ষণ ঠিক করবে। পর্যবেক্ষকরা বলছেন, খুব সম্ভব শীতকালীন ছুটির পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিনেটে এ বিষয়টি উত্থাপন হবে। আরও ধারণা করা হচ্ছে, সিনেটে যেহেতু রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, তাই সেখানে ট্রাম্পের অভিশংসিত হওয়ার সম্ভাবনা খুবই কম। রিপাবলিকান সদস্যরা অভিশংসনের পক্ষে ভোট না দিলে ট্রাম্প টিকে যাবেন। অভিশংসনের ফলে ২০২০ সালে হতে যাওয়া নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন জাগলেও ট্রাম্প মনে করেন, আমেরিকার ভোটাররা অভিশংসনের বিষয়টি আমলে নেবেন না। ফলে তিনি আবারও ভোটে বিজয়ী হবেন। তা ছাড়া সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচেল ম্যাককনেল ট্রাম্পের পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় তিনি নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যেতে পারছেন।

সর্বশেষ খবর