মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠক, কাল বাকি কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ পদের মধ্যে ৯টি সম্পাদকীয় ও দুটি উপসম্পাদকীয় এবং ২৮ সদস্য পদসহ মোট ৩৯টি পদ এখনো খালি আছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে নতুন কমিটির প্রেসিডিয়ামের প্রথম বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে বাকি সদস্যদের নাম আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। আর চূড়ান্ত হওয়ার পর আজ রাতে অথবা আগামীকাল বুধবার সকালেই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ কমিটির। একই সঙ্গে নতুন করে বাড়ানো উপদেষ্টা পরিষদের শূন্য পদেও মনোনয়ন দেওয়া হবে। ফলে কারা আসছেন কেন্দ্রীয় কমিটিতে এ নিয়ে সবার আগ্রহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার কাউন্সিল অধিবেশনে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২ জনের নাম। আর বাকি শূন্য পদগুলোর দিকে পদপ্রত্যাশীরা তাকিয়ে আছেন। সম্মেলনে ঘোষিত কমিটি থেকে যারা বাদ পড়েছেন, তারা আশায় আছেন হয়তো শেষ মুহূর্তে থেকে যাবেন কেন্দ্রীয় রাজনীতিতে। গঠনতন্ত্র অনুসারে প্রেসিডিয়ামের বৈঠক করে মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটিতে সদস্যপদ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর