বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে আজ। দলের আংশিক ঘোষিত কমিটির মতোই চমকহীন হতে পারে বাকি ৩৯ পদও। তবে কয়েকজন নারীনেত্রীর সংখ্যা বাড়তে পারে। দলের একাধিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। ২১ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নবমবারের মতো দলের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে, দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ পদের মধ্যে ৯টি সম্পাদকীয় ও দুটি উপ-সম্পাদকীয় এবং ২৮ সদস্য পদসহ মোট ৩৯টি পদ এখনো খালি।

খালি থাকা ২৮টি কেন্দ্রীয় সদস্য পদে কারা আসবেন তা নির্ধারণ করার জন্য ২৪ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে নবনির্বাচিত প্রেসিডিয়ামের প্রথম সভা হয়। সভার শুরুতে দলের প্রেসিডিয়াম সদস্যদের কাছ থেকে কেন্দ্রীয় সদস্য পদে প্রস্তাব চান শেখ হাসিনা। কেউ কেউ লিখিত প্রস্তাব দেন দলীয় সভানেত্রীর কাছে। সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে ২৬ ডিসেম্বর। ৩ জানুয়ারি জাতির জনককে শ্রদ্ধা, প্রথম যৌথ সভা হবে। নতুন করে আওয়ামী লীগে কেন্দ্রীয় নেতৃত্বে কারা আসছেন এ বিষয়ে তিনি বলেছিলেন, বেশ কয়েকজন আসবেন তবে পুরনোদের থাকার সম্ভাবনাই বেশি। মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন তাদের কেউ কমিটিতে আসবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা নিয়েও সভায় আলোচনা হয়েছে। আমাদের প্রেসিডিয়াম সদস্যরা দলের সভানেত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন।’ সূত্রমতে, এই পদগুলোতে ঘুরেফিরে পুরনোদেরই ঠাঁই হচ্ছে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ঠাঁই হতে পারে কয়েকজন নারীনেত্রীর। জানা গেছে, নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক সংগঠনে নারীর সংখ্যা ৩৩ শতাংশ করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশনের এই বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনায় রেখে আওয়ামী লীগে কয়েকজন নারীকে কেন্দ্রীয় কমিটিতে আনা হচ্ছে। বর্তমানে দলটির নেতৃত্বে ২৩ শতাংশ নারী রয়েছেন। জানা গেছে, খালি থাকা তিনটি সাংগঠনিক পদের একটিতে একজন নারী সদস্য আসতে পারেন। বাকি দুটি সাংগঠনিক পদ গত কমিটিতে থাকা দুজন নেতাকে পদোন্নতি দিয়ে পূরণ করা হতে পারে। নয়টি সম্পাদকীয় পদে তিনজন নতুন নেতার ঠাঁই হতে পারে। বাকি তিনটি সম্পাদকীয় পদ গত কমিটি থেকে পদোন্নতি দিয়ে পূরণ করা হতে পারে। আর যে দুটি উপ-সম্পাদকীয় পদ রয়েছে, এর একটি পদে নেতৃত্বে পরিবর্তন আসতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর