বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে কুপিয়ে হত্যা ব্যবসায়ীকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে তোবারক হোসেন নামে সত্তরোর্ধ্ব এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে শান্তি নিকেতনের ১৭৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, তোবারক ওই বাসার ৪র্থ তলার নিজ ফ্ল্যাটে একাই থাকতেন। জানা গেছে, ভোরে মুখোশ পরিহিত দুই ব্যক্তি তোবারকের ফ্ল্যাটের কলিং বেল বাজান। এ সময় তার এক কর্মচারী দরজা খুলে দেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তোবারককে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে তার ওই কর্মচারী ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে। গুরুতর অবস্থায় তোবারককে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোবারকের ফ্ল্যাটে সাইফুল ইসলাম ও হাসান নামে দুজন কর্মচারী থাকতেন। মঙ্গলবার রাতেও তারা ছিলেন। ঘটনার পর সাইফুল থানায় ফোন করেন। আর অপর কর্মচারী হাসান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। রুমের আলমারি ভাঙা পাওয়া গেছে। সেখান থেকে টাকা লুট করা হয়েছে। তোবারক চট্টগ্রামের মাইজভান্ডারির ভক্ত থাকায় তার বাসায় মাঝে মধ্যেই মাইজভান্ডারির মুরিদরা আসতেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার চরপাড়ে। মহাখালীতে মামা প্লাজা নামে একটি ভবনের মালিক ছিলেন তোবারক। তিনি মাইজভান্ডারির ভক্ত ছিলেন। মতাদর্শগত পার্থক্য এবং অর্থ লুটের বিষয়টি এখন পর্যন্ত এ হত্যার নেপথ্য কারণ হিসেবেই সন্দেহ করা হচ্ছে। সব বিষয় বিবেচনায় নিয়েই ঘটনার তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) কাজী শরিফুল ইসলাম জানান, তোবারকের ফ্ল্যাটের আলমারি ভাঙা পাওয়া গেছে। সেখান থেকে টাকা লুট হয়েছে বলে জানা গেছে। তোবারকের এক কর্মচারী সাইফুলকে আটক করা হলেও হাসান নামে আরেক কর্মচারী পলাতক রয়েছেন। ব্যবসায়ী তোবারককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্মী, দারোয়ান ও পালকপুত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর