বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিটি ভোটে হারলে আকাশ ভেঙে পড়বে না : কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। যে-ই জয় পাক, কিছু আসে যায় না। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি মিলনায়তনে গতকাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপিকে স্বাগত জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, প্রতিযোগিতামূলক হোক। আমি আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সুষ্ঠু হবে। একসেপ্টেবল, ক্রেডিবল একটি নির্বাচন হবে। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে চান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেন এ নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ কর্তৃত্ব স্বাধীনভাবে প্রদান করতে পারে সে জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। দেশের রাজনীতিতে অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এই অসহিষ্ণুতা রাজনীতির পরিবেশকে আরও বিষাক্ত করে তুলছে। এখানে আমরা শুধু অসহিষ্ণুতার দেয়াল নির্মাণ করছি। কিন্তু সম্পর্কের সেতু নির্মাণ করা হচ্ছে না। অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবির, সাবেক সচিব মাহমুদুল হাসান, ডুপডার সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর