বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.২ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.২ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে চলতি শীত মৌসুমেও এটি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফতাব হোসেন গত সন্ধ্যায় জানান, আজ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হয়েছে বিমান চলাচলে। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। মঙ্গলবার রাত দেড়টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। এ সময় গালফ এয়ার, বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় চলে যায় বলে জানা গেছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাতে যেসব ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি, সেগুলো গতকাল সকাল ৭টার পর গন্তব্যে রওনা হতে শুরু করে। আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া, টাঙ্গাইল, রংপুর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শৈত্যপ্রবাহ আর হাড়কাঁপুনি শীতে কাঁপছে দিনাজপুর। হঠাৎ তাপমাত্রা কমে যায়। এতে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষ। জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। হিমেল হাওয়ায় নাকাল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। হতদরিদ্র-ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। মানুষের সঙ্গে বসবাসরত গৃহপালিত পশুদের অবস্থাও ভয়াবহ। ঘন কুয়াশার কারণে সকালে রাস্তায় যানবাহন চালাতে হয় হেডলাইট জ্বালিয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর