বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন প্রক্রিয়ার সংস্কার চান ইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন প্রক্রিয়ার সংস্কার চান ইসি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কমিশন আইনত স্বাধীন কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী। এ জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ইভিএম নিয়ে অংশীজনদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। ইভিএম প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কুমিল্লা ও রংপুর নির্বাচনে আমাদের সফলতা ছিল। কিন্তু পরের বরিশাল, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। ঢাকা সিটি নির্বাচনে বিগত তিনটি সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং, সহকারী রিটার্নিং ও সহায়ক কর্মকর্তাদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই নির্বাচন কমিশনার বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে আপনারা নিশ্চয়ই শূন্যসহিষ্ণু নীতি বা ‘জিরো টলারেন্স’ দেখাবেন। এক্ষেত্রে আপনাদের শিথিলতাও সহ্য করা হবে না এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কারও ভয়ভীতি বা কোনো ধরনের চাপের কাছে আপনারা নতিস্বীকার করবেন না। যে কোনো মূল্যে আইনানুগভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সফল করতে হবে। নির্বাচন ভূলুণ্ঠিত হলে গণতন্ত্রও লুণ্ঠিত হয়ে যায়। আমরা গণতন্ত্রের শোকযাত্রায় শামিল হতে চাই না। মাহবুব তালুকদার বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ৩ বছর অতিবাহিত হতে যাচ্ছে। বাকি দুই বছর সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে রাজধানীবাসীর উৎসুক্য, উদ্বেগ অন্তহীন। স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের মতোই এতে সমগ্র দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর