বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডা. জাফরুল্লাহকে তালা দিয়ে আটকে রাখলেন শিক্ষার্থীরা

সাভার প্রতিনিধি

উপাচার্য পদে দ্রুত নিয়োগ এবং অন্যান্য সমস্যার প্রতিকারের দাবিতে সাভারের আশুলিয়ায় অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের (গণবি) ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে  বিক্ষুব্ধ ছাত্ররা গতকাল দুপুরে প্রায় দেড় ঘণ্টা ধরে তালাবদ্ধ করে রাখার পর তাদের সঙ্গে তিনি আলোচনায় বসেন। গণবি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা জানান, বৈধ উপাচার্য নিয়োগের আশ্বাস দিয়েও তা না করা এবং বিভিন্ন বিভাগের অনুমোদন সংক্রান্ত জটিলতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ ভূমিকা না থাকায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এই ব্যবস্থা নেয়। জাফরুল্লাহর সঙ্গে রয়েছেন গণবির রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী বাবু, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল, জনসংযোগ কর্মকর্তা শিরিন সুলতানাসহ বিভিন্ন বিভাগের প্রধানরা। সূত্র জানায়, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে ডা. জাফরুল্লাহ বলেন, ভিসি পদে অনুমোদনের জন্য ড. লায়লা পারভিন বানুসহ তিনজনের প্যানেল করে পাঠানো হয়েছে। প্রো-ভিসি ও ট্রেজারারের নামও পাঠানো হয়। ইউজিসি অনুমোদন করছে না। জানা গেছে, ইউজিসি বলেছিল ভিসি পদের জন্য ড. লায়লা অযোগ্য। পরে আদালত ড. লায়লাকে যোগ্য বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেয়। নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় ড. লায়লা এখনো ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর