মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
এসএসসি পরীক্ষার প্রথম দিন

প্রশ্ন ফাঁস চক্রের সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষা গতকাল শুরু হয়েছে। এদিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিন সারা দেশের ১১ শিক্ষা বোর্ডে গতকাল ১২ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ২২ পরীক্ষার্থীকে। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে রবিবার রাতে বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে। গতকাল সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর তেজগাঁওয়ে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির তথ্যমতে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গতকাল মোট অনুপস্থিত ছিল ৫ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ঢাকা বোর্ডে ১ হাজার ৮২৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৪০০ জন, রাজশাহী বোর্ডে ৬৫৩ জন, বরিশাল বোর্ডে ৩৫৪ জন, সিলেট বোর্ডে ৩৫৮ জন, দিনাজপুর বোর্ডে ৪৭০ জন, কুমিল্লা বোর্ডে ৪৯৯ জন, যশোর বোর্ডে ৫৩৬ জন ও ময়মনসিংহ বোর্ডে ৩৫২ জন অনুপস্থিত ছিল। এসব বোর্ডে মোট ৫ জন শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে সারা দেশে ৪ হাজার ৮০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল গতকাল। এ বোর্ডেও ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১২ জন পরিক্ষার্থীকে। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষার আগে প্রবেশপত্র পায়নি। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের গাফিলতি আছে। তারা বলছে ফি জমা দিয়েছে। কিন্তু দেখা যায় রেজিস্ট্রেশন ঠিকমতো হয়নি, এ রকম অনেক ঘটনা ঘটছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব, যেন এ ধরনের ঘটনা না ঘটে।’ তিনি বলেন, পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিয়ে দুশ্চিন্তা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে তদন্ত করে দোষী যারাই হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আরও আগে প্রবেশপত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের জিম্মি করে কেউ কোনো ধরনের অনৈতিক কাজ করবেন এটিকে কোনোভাবেই আমরা প্রশ্রয় দেব না।’ নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত এবং সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে অভিভাবকসহ সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী। পরীক্ষা চলাকালীন কোনো রাজনৈতিক দল ও ব্যক্তিকে সহিংস কর্মকান্ড ও হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে রবিবার রাতে বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে। রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে চারজনকে আটক করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গাজীপুর থেকে আবু বক্কর সিদ্দিক (২৮), খুলনা থেকে শাকিল মাহমুদ (২০) ও সাইমন ইসলাম (২০) এবং রামপুরা থেকে আল মাহমুদ (১৮)। তারা পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্ন সরবরাহ করে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। এ ছাড়া প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে খুলনার সোলায়মান নগর থেকে শাকিল মাহমুদ (২০) ও গিলাতলা মীরপাড়া থেকে সাইমন ইসলামকে (২০) আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে তারা অর্থ আত্মসাৎ করতেন। এ ছাড়া একই সময়ে ফেনীর দাগনভূঞা থেকে ইমাম উদ্দিন রিয়াদ (২১) নামে এক যুবককে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক করেছে র‌্যাব-৭।

সর্বশেষ খবর