জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নেতা কখনই ভুল করতে পারেন না। এটা মনে রেখেই নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তবেই রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। গতকাল জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভিপি কিশোর কুমার দে ও জি এস এ এফ এম মোর্শেদ সবুজ জাপায় যোগদান অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন। যোগদানকারীরা জাপা (কাজী জাফর) গ্রুপের যুগ্ম মহাসচিব ছিলেন। জি এম কাদের বলেন, দেশের প্রধান তিনটি দলের মধ্যে জাপা সবচেয়ে সম্ভবনাময় দল। দেশের মানুষ বিশ্বাস করে, জনগণের কল্যাণে কাজ করার ক্ষমতা শুধু জাপার রয়েছে। তাই প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাপায় যোগ দিচ্ছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, মো. নোমান মিয়া প্রমুখ।