বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

স্কুল-কলেজ দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করুন

নিজস্ব প্রতিবেদক

স্কুল-কলেজ দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সবচেয়ে বেশি জনসমাগম হয়। আমাদের ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। বড় রকমের জমায়েত হয়। সরকারের একজন মুখপাত্র বলছেন, এখনো স্কুল-কলেজ বন্ধ করার সময় আসেনি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে স্কুল-কলেজ বন্ধ হবে। আমরা মনে করি, শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করা দরকার। অন্তত প্রথম দিকে দুই সপ্তাহ বন্ধ রেখে তারপর অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকারের যে প্রস্তুতির প্রয়োজন ছিল তা নিতে তারা ব্যর্থ হয়েছে। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, যে তিনটি হাসপাতালকে ভাইরাসে আক্রান্তদের নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কুর্মিটোলা হাসপাতাল। আরেকটি কুয়েত মৈত্রী হাসপাতাল ও অন্যটি মুগদা হাসপাতাল। কুর্মিটোলা হাসপাতাল থেকে সাধারণ রোগীদের সরানো হয়নি। করোনাভাইরাস আর ডেঙ্গু এক বিষয় নয়। করোনাভাইরাস রোগী এত ছোঁয়াচে যে, অন্যান্য রোগী সেখানে আক্রান্ত হয়ে পড়বেন। প্রাথমিক পর্যায়ে সরকারের উচিত ছিল সেখান থেকে অন্য রোগীদের সরিয়ে দিয়ে শুধু করোনাভাইরাস আক্রান্তদের সেখানে চিকিৎসার ব্যবস্থা করা। দুর্ভাগ্যজনক হলেও তা করা হয়নি। ডাক্তার ও নার্সদের যে ট্রেনিং দেওয়া দরকার তা এখনো দেওয়া হয়নি। তিনি বলেন, রোগীদের যেখানে নেওয়ার কথা বলা হচ্ছে সেটা হজ ক্যাম্প। ওই ক্যাম্পে আপনারা দেখছেন সেখানে কী অপ্রতুল ও অপর্যাপ্ত ব্যবস্থা, সেখানে বেড পর্যন্ত নেই। আগে চীন থেকে যারা এসেছিলেন তাদের ফ্লোরের ওপর রাখা হয়েছিল।  এ বিষয়গুলো নিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা যত দ্রুত সম্ভব আক্রান্ত ও সম্ভাব্য রোগীদের সুচিকিৎসা ও ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সরকারের ব্যর্থতা জনগণ কখনো ক্ষমা করবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর