শিরোনাম
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভয় না পেয়ে মানবতার সেবায় কাজ করুন

নিজস্ব প্রতিবেদক

ভয় না পেয়ে মানবতার সেবায় কাজ করুন

করোনাভাইরাস মোকাবিলায় ভয় না পেয়ে মানবতার সেবায় চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। গতকাল রাজধানীর বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিদেশফেরত আত্মীয়দের ১৪ দিন ঘরে থাকতে উৎসাহিত করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বর্তমান সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। জনসমাগম এড়িয়ে চলুন। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ডেল্টা মেডিকেল কলেজের এক চিকিৎসকের করোনাভাইরাস নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তিনি রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে আছেন। রোগীরা আমাদের সম্পদ। এই সম্পদ আগলে রাখার দায়িত্ব আমাদের। রোগীরা ভালো না থাকলে, বেঁচে না থাকলে এ পেশায় আমাদের উপস্থিতি ম্লান হয়ে যাবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব. ডা. এহতেশামুল হক চৌধুরী দুলালসহ অন্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর