বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
আইএমএফের পূর্বাভাস

চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র ২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাংকের পর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছর করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটি পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির হার ২ শতাংশে নেমে আসতে পারে। মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বাংলাদেশ সম্পর্কে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২০ সালে মাত্র ২ শতাংশ হতে পারে। এর আগে চলতি অর্থবছরের শুরুতে সংস্থাটি বলেছিল, এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশের কাছাকাছি। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীর কারণে সব ধরনের অর্থনৈতিক, ব্যবসায়িক সার্বিক কর্মকান্ড থেমে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতেই বিরাট ধস নেমে আসবে; যা ২০০৮-০৯ সালের মহামন্দাকেও হার মানাবে। যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ব্যাপকহারে কমে যাবে বলে সংস্থাটির আশঙ্কা। মাত্র তিন দিন আগে বিশ্বব্যাংক বলেছে, চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ২ থেকে ৩ শতাংশ। বিশ্বব্যাংক, আইএমএফের ওয়াশিংটন ডিসির সদর দফতর থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয় গত মঙ্গলবার। উল্লেখ্য, গত অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাসের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, তাদের প্রাক্কলন সামঞ্জস্যপূর্ণ নয়। কেননা বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগেই অর্থবছরের আট মাস অতিবাহিত হয়েছে। ফলে এ বছরও বাংলাদেশ ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করবে বলে মনে করেন অর্থমন্ত্রী। আইএমএফ বলছে, করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে বিপুলসংখ্যক মানুষ মারা যাচ্ছে। এ কারণে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আইসোলেশন, লকডাউন করতে হচ্ছে, যা বিভিন্ন দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিশ্বের গড় জিডিপি আগের বছরের চেয়ে কমে যাবে।

২০২০ সালে তা ৩ শতাংশ নেতিবাচক হয়ে যাবে। অর্থনীতি স্বাভাবিক অবস্থায় গেলে ২০২১ সালে প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে। করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, প্রায় সব দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে যাবে। যেমন যুক্তরাষ্ট্র (মাইনাস ৫ দশমিক ৯ শতাংশ), জার্মানি (মাইনাস ৭ শতাংশ), জাপান (মাইনাস ৫ দশমিক ২ শতাংশ), যুক্তরাজ্য (মাইনাস ৬ দশমিক ৫ শতাংশ), কানাডা (মাইনাস ৬ দশমিক ২ শতাংশ), ব্রাজিল (মাইনাস ৫ দশমিক ৩ শতাংশ) ও রাশিয়া (মাইনাস ৫ দশমিক ৫ শতাংশ)। তবে চীনের ১ দশমিক ২ শতাংশ ও ভারতের ১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

সর্বশেষ খবর