রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দোষারোপের রাজনীতি করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দোষারোপের রাজনীতি করছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এই দুর্যোগকালে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অথচ বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দোষারোপের রাজনীতি করছে। কাদা ছোড়াছুড়ি করছে। গতকাল সংসদ ভবনের বাসা থেকে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি পরামর্শ দেওয়ার নামে মানুষকে বিভ্রান্ত করছে। সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট উত্তরণ সম্ভব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা তার রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া আর কিছু নয়। বিএনপি মহাসচিব আসলে কী চান, তিনি টাস্কফোর্স গঠনের নামে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তিনি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। এটা থেকে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। কেননা এ প্যাকেজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। মির্জা ফখরুল এখন জাতীয় টাস্কফোর্সের কথা বলছেন, কিছুদিন পর জাতীয় সরকারের কথা বলবেন। এটা জনগণের দুর্দশা থেকে বিষয়টিকে রাজনীতিতে নিয়ে যাওয়ার অপচেষ্টা।

সেতুমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সরকার জাতীয় টাস্কফোর্স গঠন করেছে নতুন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। যুক্তরাষ্ট্র মেডিকেল টাস্কফোর্স গঠন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় টাস্কফোর্স বলতে কী বোঝাতে চান? জাতীয় টাস্কফোর্স গঠনের যে দাবি তিনি জানিয়েছেন, এর দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছেন? এ টাস্কফোর্সের ব্যাখ্যাটা কী? পরিষ্কার করে তিনি কিছু বলেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই। জনগণকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন।

সর্বশেষ খবর