মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিএনপির ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ত্রাণ বিতরণ কর্মকান্ডে সরকার নানা কায়দায় বাধা দিচ্ছে। একদিকে সরকারি দলের লোকজন করোনাভাইরাস মহামারীতে ত্রাণসামগ্রী লুটপাটে ব্যস্ত, অন্যদিকে বিরোধী দলের ওপর হামলা ও নির্যাতন চালানো অব্যাহত রেখেছে।

গতকাল দলের কেন্দ্রীয় সহদফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, করোনাভাইরাস মহামারীর এই সংকটময় সময়ে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসহায়তা প্রদানের কারণে ফেনীর দাগনভূঁইয়ায় ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের চিহ্নিত একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। বাড্ডা লিংক রোডে ত্রাণবঞ্চিত মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে মামলায় ঢাকা মহানগরী উত্তর বাড্ডা থানার অন্তর্গত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তিনি এ দুটো ঘটনাকে ‘ন্যক্কারজনক’ মন্তব্য করেন এবং নিন্দা ও প্রতিবাদ জানান। ফখরুল বলেন, বিনা অপরাধে সরকারি প্রশাসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ গণমাধ্যম ও মুক্তচিন্তার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হেনস্তা করে যাচ্ছে। অবিলম্বে রবিনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আবুল বাশারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা প্রত্যাহারেরও জোর দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর