বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ আত্মসাতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ আত্মসাতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

ইকবাল মাহমুদ

ত্রাণ আত্মসাতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সরকারের ত্রাণ আত্মসাতে যাকেই সম্পৃক্ত পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় নিয়ে আসতে দুদক কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। গতকাল দুদকের এক সভায় কর্মকর্তাদের কর্মস্পৃহাকে স্বাগত জানিয়ে ইকবাল মাহমুদ এ কথা বলেন। দুদকের গোয়েন্দা শাখা থেকে সংস্থার অভিযানের সর্বশেষ অগ্রগতি অবহিত করা হয় ওই সভায়।

ইকবাল মাহমুদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এযাবৎ যেসব মামলা হয়েছে সেগুলোর দ্রুত তদন্ত শেষ করতে হবে। দুদকের গোয়েন্দা শাখা, সব সমন্বিত জেলা কার্যালয় এবং সব বিভাগীয় কার্যালয় ত্রাণ কার্যক্রমের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে নিবিড় দৃষ্টি রাখবে। যাকেই ত্রাণ আত্মসাতে সম্পৃক্ত পাওয়া যাবে, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। ত্রাণ আত্মসাৎকারীদের প্রচলিত আইনে এমন শাস্তির ব্যবস্থা করা হবে, যেন ভবিষ্যতে কেউ ত্রাণ আত্মসাতের সাহস না পায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর