বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, যেন কোনো কারণে পণ্যের মূল্য না বাড়ে। পণ্যের কালোবাজারি রোধ এবং খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে হবে। এ জন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসানোর উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি। গতকাল বিকালে আসন্ন রমজান উপলক্ষে পুলিশ সদর দফতর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব বলেন আইজিপি। এ সময় তিনি সব রেঞ্জ, মেট্রোপলিটন, বিশেষায়িত ইউনিট ও জেলা পুলিশের কর্মকর্তাদের রমজানে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

ড. বেনজীর আহমেদ বলেন, এবার আসন্ন পবিত্র রমজান একটি ভিন্ন পরিস্থিতিতে পালিত হবে। বর্তমান পরিস্থিতিতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সীমিত রয়েছে। রমজানে ধর্মাচার বিষয়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। পণ্যের পরিবহন স্বাভাবিক রাখতে হবে। বর্তমানে অনেক জেলায় ত্রাণ নিয়ে ট্রাক যাচ্ছে। আসার সময় ওই ট্রাকগুলো খালি ফিরে আসছে। ওই খালি ট্রাকগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ব্যবস্থা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর