বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৯ জনসহ ১৮৭ বাংলাদেশির মৃত্যু

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আগের দিন সোমবার নিউইয়র্ক সিটিতে ৩ এবং নিউজার্সিতে এক বাংলাদেশি মারা যান। বস্টনে ম্যাসেচুসেটস জেনারেল হাসপাতালে ১৫ দিন ভেন্টিলেটরে থাকার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রামের সন্তান সৈয়দ কামরুল বাশার জামি (৫৯)। নিউইংল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল ইউসুফ এ তথ্য জানিয়ে বলেন, বস্টনে এই প্রথম করোনায় একজন বাংলাদেশির মৃত্যু হলো। এদিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মন্টিফিউর হাসপাতালে মারা গেছেন দক্ষিণ সুরমার সন্তান আমিরুন্নেসা খাতুন (৮৮)। ম্যানহাটনে মাউন্ট শিনাই হাসপাতালে মঙ্গলবার মারা গেছেন সন্দ্বীপের কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা ইউসুফ (৬০)। একই দিন নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটির নেতা আবদুুল হান্নান পান্নার শাশুড়ি পারভিন জাফর (৫৮) ব্রুকলিনের একটি হাসপাতালে মারা যান। এ দিন নিউইয়র্কে বাউরিয়া জনকল্যাণ সমিতির সভাপতি মো. হকের শাশুড়ি বিবি আয়েশাও (৬৮) মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট ১৮৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। এ ছাড়া বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হাসপাতাল এবং বাসায় চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ৫ হাজার বাংলাদেশি।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ‘চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনে’র নেতা আনোয়ার হোসেন জানান, ২৭ এপ্রিল সকালে মায়মনিডেস হাসপাতালে মারা গেছেন তার বাবা আলহাজ মোজাফফর ইসলাম (৮৫)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে বহু বছর আগে নিউইয়র্কে এসেছিলেন। একই এলাকার প্রবাসী আলহাজ এরশাদ উল্লাহ (৯৪) একই হাসপাতালে মারা গেছেন। কুইন্সের একটি হাসপাতালে মারা গেছেন বিয়ানীবাজারের সন্তান মঈনউদ্দিন (৬২)। এদিন নিউজার্সির প্যাটারসন সিটিতে মারা গেছেন আলহাজ মোসাব্বির আলী (৭৬)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর