সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা
নাগরিক ঐক্যের গোলটেবিল

জাতীয় ঐক্য দরকার দুর্যোগ মোকাবিলায়

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ করোনা সংকট মোকাবিলায় ‘জাতীয় ঐক্য গঠন’ অনিবার্য হয়ে পড়েছে। নাগরিক ঐক্য আয়োজিত গোলটেবিলে এ তাগিদ দেন বক্তারা। তারা বলেছেন, দেশের সব মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া এই মহামারী থেকে আমরা বাঁচতে পারব না। সরকার একা একা সবকিছু করছে এবং সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের কোনো কাজেই কারও সঙ্গে কারও কোনো সমন্বয় নেই। ফলে স্বাস্থ্য খাত আজকে ধসে পড়েছে। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য ‘করোনা : রাজনৈতিক করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। এ সময় দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অর্থনীতিবিদ-বিশেষজ্ঞ-পেশাজীবীদের সমন্বয়ে তিন থেকে পাঁচ বছর মেয়াদি ‘জাতীয় পুনর্গঠন কমিটি’ গঠনসহ ৮ দফা প্রস্তাবনা দেওয়া হয়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মুনির হোসেন কাশেমী, খেলাফত মজলিশের মাওলানা মাহবুবুল হক, এবি পার্টির আবদুল ওহাব মিনার, ডাকসুর ভিপি নুরুল হক নূর প্রমুখ বক্তব্য রাখেন।এ ছাড়াও স্কাইপের মাধ্যমে আলোচনায় অংশ নেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ করে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তারা। মাহমুদুর রহমান মান্না বলেন, করোনা একটা যুদ্ধ পরিস্থিতি। প্রথাগত যুদ্ধের চেয়ে এই যুদ্ধ আরও ভয়ঙ্কর। এই যুদ্ধ অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। এমন একটা পরিস্থিতিতে সব শ্রেণি-পেশার রাজনৈতিক দলের মানুষকে নিয়ে যৌথভাবে এই সমস্যার মোকাবিলা করতে হবে। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে বলব, ভালো কাজ একলা করা যায় না। ভালো কাজ করতে হলে সর্বদলীয় কমিটি দরকার। সবার ঐক্য দরকার। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিতে হবে। সবাইকে নিয়ে আপনার এই সংকট মোকাবিলা করতে হবে। কৃষিজীবীদের দুরবস্থার কথা চিন্তা করে তাদের কাছ থেকে সরাসরি সরকারকে ধান কেনার দাবি জানান তিনি।

শওকত মাহমুদ বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের সব মানুষের ঐকমত্য না হলে এই মহামারী থেকে আমরা বাঁচতে পারব না। সরকার একা একা সবকিছু করছে এবং সর্বক্ষেত্রেই চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

সর্বশেষ খবর