শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র, অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব তৌফিকুল আলম করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর এপ্রিলে ঢামেকে করোনা ইউনিট চালু করার কয়েক দিন পর ভর্তি হন। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর কিছুদিন পর তিনি কিছুটা সুস্থ হলে তাকে ভিআইপি কেবিনে নেওয়া হয়। এরপর তাকে আবার আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে সর্বশেষ তাকে হাসপাতালের নতুন ভবনের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ১০টায় সেখানে তার মৃত্যু হয়। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর