বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

বিশ্বে মৃত্যু চার লাখ ছুঁই ছুঁই

প্রতিদিন ডেস্ক

মহামারী করোনাভাইরাসে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন তিন লাখ ৭৮ হাজার ৩০৫ জন। এ ছাড়া গতকাল রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশের ৬৪ লাখ আট হাজার ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখনো প্রতিদিন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। এর পরই রয়েছে ব্রাজিল। দেশটিতে দৈনিক শনাক্ত হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার। তবে নমুনা পরীক্ষার হিসেবে রোগী শনাক্তের হার ব্রাজিলে সর্বোচ্চ। দেশটিতে ১০০ জনের নমুনা পরীক্ষায় প্রায় ৫০ জনের করোনা শনাক্ত হচ্ছে। এর পরই শনাক্তের শীর্ষে রয়েছে রাশিয়া ও ভারত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর