শিরোনাম
মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

সীমিত পরিসরে আদালত খুলে দিন

নিজস্ব প্রতিবেদক

সীমিত পরিসরে আদালত খুলে দিন

ভার্চুয়াল কোর্ট কোনো কাজে আসছে না দাবি করে সীমিত পরিসরে দেশের আদালত দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান তিনি। খন্দকার মাহবুব হোসেন বলেন, সত্যিকার অর্থে ভার্চুয়াল কোর্ট কোনো কাজে আসছে না। তাই অবিলম্বে সব আদালত খুলে দেওয়া হোক। তিনি বলেন, প্রয়োজনে নির্দিষ্ট নীতিমালা দেওয়া হোক। কয়টি মামলা কোন কোর্ট শুনবে, কি ধরনের মামলা শোনা হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, হাই কোর্টের কোর্ট রুম অনেক বড়। সেখানে আমরা দুই তিনজন করে আইনজীবী থাকলে সরকার যে উদ্দেশ্যে কোর্ট বন্ধ রেখেছে তা ব্যাহত হবে না। তবে হাই কোর্টে অনেক সংখ্যক বিচারপ্রার্থী যাতে না আসেন- সেটা নিশ্চিত করতে হবে। এটা সীমিত করতে হবে। করোনার এই ব্যাধি কবে শেষ হবে তা কেউ বলতে পারে না। তাই দীর্ঘদিন আদালত বন্ধ থাকতে পারে না। এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আইনজীবীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সর্বশেষ খবর