রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

হাঁটতে পারছেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

হাঁটতে পারছেন ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ভালোর দিকে। তার ফুসফুস এবং গলার ব্যথা কমেছে। তবে একটু কাশি এখনো রয়েছে। এখন আর সব সময় অক্সিজেন নিতে হয় না। তিনি এখন হাঁটাহাঁটি করতে পারছেন। খাবারে রুচিও এসেছে। তার নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলছে। গতকাল গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফি জানান, ডা: জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা এখন ভালোর দিকে। তার ফুসফুসের সংক্রমণ ও গলার ব্যথা কমছে। অক্সিজেন ছাড়াই থাকছেন। আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাই। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিনি সন্ধ্যায় প্রায় আধাঘণ্টা জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে ছিলেন। এ সময় তিনি হাঁটাহাঁটি করছিলেন। তবে মাঝেমধ্যে কাশছিলেন। এখন আর তার অক্সিজেন নিতে হয় না। আগের চেয়ে এখন তিনি অনেক সুস্থ্য বোধ করছেন। গত ৪ জুন রাতে ৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হয়। গত শনিবার  থেকে ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে। ইতিমধ্যেই তার চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফি ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর