রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

দায়বদ্ধতার পরিচয় দেওয়ার সময় এখনই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দায়বদ্ধতার পরিচয় দেওয়ার সময় এখনই

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখনই মানুষের পাশে দাঁড়ানোর সময়। এখনই দায়বদ্ধতার পরিচয় দেওয়ার সুবর্ণ সময়। সেই দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে এই আইসোলেশন সেন্টার করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বিকালে নগরের হালিশহরের সিটি কনভেনশন হলে চসিকের আইসোলেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চসিক মেয়র আ জ ম নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, কাউন্সিলর নাজমুল হক ডিউক, ফারহানা জাবেদ, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, আইসোলেশন সেন্টারের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ। মেয়র তার বক্তব্যে বলেন, গত ২৬ মার্চ সরকার মানুষের জীবন রক্ষার্থে সাধারণ ছুটি ঘোষণা করে, ঘরে অবস্থান নিশ্চিত করেছে। চসিক প্রথম দিন থেকে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী নগরবাসীর পাশে দাঁড়িয়েছে। এরইমধ্যে তিন মাস অতিবাহিত হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের হার পর্যায়ক্রমে বাড়ছে। ঢাকার পর চট্টগ্রাম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, সিটি হলের স্বত্বাধিকারী সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক লিখিতভাবে এ হলটি ব্যবহারের জন্য চসিককে সম্মতি দিয়েছেন। এখানে ২১০টি শয্যা রাখা হয়েছে পুরুষদের জন্য। ৪০টি শয্যা নারী রোগীর জন্য দোতলায় আলাদা কক্ষে রাখা হয়েছে। এদিকে চসিকের এই আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য বিভাগের অস্থায়ী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন চসিক মেয়র। আইসোলেশন সেন্টারে দায়িত্বে থাকা চসিকের স্বাস্থ্য বিভাগের ১৬ চিকিৎসক, ৫ জন নার্স, ১৪ জন ল্যাব টেকনেশিয়ান, প্যারামেডিক, ফার্মাসিস্ট, ১১ জন স্বাস্থ্যকর্মী ও ৬ জন নমুনা বুথ কর্মীর সঙ্গে সকালে এক মতবিনিময় সভায় মেয়র এই প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ খবর