রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

বাঁচতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক

বাঁচতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি

করোনা মহামারীর এই কঠিন দুঃসময়ে সুস্থ থাকা এবং বেঁচে থাকার দায়িত্ব আসলে যার যার নিজের। সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে এটা সম্ভব। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এ কথা বলেন। গতকাল টেলিফোনে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকারের সদিচ্ছা ও প্রচেষ্টার ঘাটতি নেই। জনগণ সতর্ক থাকলে করোনা মহামারীর সংক্রমণ ও মৃত্যুহার কমানো সম্ভব। এক্ষেত্রে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এটা প্রত্যেকের নাগরিক দায়িত্বও বটে। কারণ, ব্যক্তি সুস্থ থাকলে তার পরিবার এবং পরিপার্শ্বও নিরাপদ থাকবে। তাতে ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে প্রতিদিন যে হারে নতুন রোগী করোনা আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন, যে সংখ্যায় মানুষের মৃত্যু হচ্ছে- এটা দুশ্চিন্তার বিষয়। ডা. আবদুল্লাহ বলেন, কভিড-১৯ এমন মারাত্মক একটা ছোঁয়াচে জীবাণু যে, তা থেকে সামাজিক বা নিরাপদ দূরত্ব রক্ষা করা সবারই অবশ্যকর্তব্য। এখানে আবেগের প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আবেগের প্রশ্রয় দেওয়া মানেই হবে বিপদের ঝুঁকি নেওয়া- যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, বিশেষত যাদের কিডনি ও হার্টের সমস্যা আছে, আগে কখনো স্ট্রোক হয়েছিল, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে, ক্যান্সারে আক্রান্ত বা কেমো নিচ্ছেন তাদের ঝুঁকি বেশি। এদের তাই বেশি সাবধান থাকতে হবে। ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, দেশে করোনায় মৃতদের মধ্যে অনেক কম বয়সীরাও আছে। স্বাস্থ্যবিধি না মানা, বেপরোয়া চলাফেরা, আড্ডাবাজি এদের অধিক হারে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক হতে হবে। কারণ, তাতেই কল্যাণ। আর সেটাই করোনার অভিশাপ থেকে মুক্তির পথ।

তিনি বলেন, করোনা নিয়ে আরও বেশি গবেষণা ও পর্যালোচনা প্রয়োজন। তাহলে এ থেকে প্রতিরোধ, প্রতিকার ও পরিত্রাণের উপায় সম্পর্কে ধারণা তৈরি হবে।

সর্বশেষ খবর