শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

দুই পা দক্ষিণখানে শরীর এয়ারপোর্টে

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর মধ্যেই রাজধানীতে হেলাল উদ্দিন (২৫) নামে এক যুবকের খ-বিখ- লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের দুই পা দক্ষিণখানে এবং শরীর এয়ারপোর্টে পাওয়া গেছে। তবে মাথার অংশ এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া শরীরের অংশগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। তবে এটি একই ব্যক্তির শরীরের অংশ কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান বলেন, গতকাল সকালে দক্ষিণখান এলাকার মুক্তিযোদ্ধা সড়কের ১০৯ নম্বর বাসার সামনে ও হাজী আব্দুস সালাম সড়কের সংযোগস্থলে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে এক ব্যক্তির লাশের কোমর থেকে নিচের অংশ উদ্ধার করে। এর মধ্যেই খবর আশে এয়ারপোর্ট এলাকার একটি মাঠে একটি লাশের অংশ পাওয়া গেছে। এয়ারপোর্টের ঈশান কলোনি এলাকার একটি মাঠ থেকে গলা থেকে নাভী পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, মৃতদেহের অংশটুকু ফ্রিজে রাখা ছিল মনে হচ্ছে। রবিবার রাতের কোনো এক সময় সেটি মাঠে কেউ ফেলে গেছে। দক্ষিণখান ও এয়ারপোর্ট থেকে উদ্ধার হওয়া দুই অংশ একজনের কি না তা ফরেনসিক পরীক্ষার পর বোঝা যাবে। আমরা লাশের মাথাটি উদ্ধারের চেষ্টা করছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বড় ভাই হুজাফাও তার লাশ শনাক্ত করেন। নিহত হেলালের বাসা দক্ষিণখানের মধ্য আজমপুরে। তিনি বিকাশের ব্যবসা করতেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর