শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

নরসিংদীতে সুস্থ হয়ে ফের আক্রান্ত অবশেষে মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে করোনা থেকে সুস্থ হওয়ার পর আবারও করোনায় আক্রান্ত হয়ে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আবদুল মতিন (৫৯) মৃত্যুবরণ করেছেন। গতকাল সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নরসিংদীতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ জনে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল মতিন নরসিংদী শহরের তরোয়ায় এলাকার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এপ্রিলে সিভিল সার্জন অফিসের কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। উপসর্গ না থাকলেও সে সময় করোনা পজিটিভ শনাক্ত হন আবদুল মতিন। এরপর পুনরায় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তী সময়ে তিনি অফিসে দায়িত্ব পালন শুরু করেন। কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নমুনা নেওয়া হয়। পরে ১০ জুন তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আবদুল মতিন চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় রবিবার তার করোনা পজেটিভ শনাক্ত হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর