শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

চীনে ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের ৯৭% পণ্যে  শুল্কমুক্ত সুবিধা দিল চীন সরকার। এ বছরের ১ জুলাই থেকে এ সুবিধা প্রদান করা হবে। গতকাল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেওয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেওয়া হয়। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিস জারি করে।

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা প্রদান করা হচ্ছে। ৫১৬১ বাংলাদেশি পণ্য এ শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে। বাংলাদেশ এরই মধ্যে চীন থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট এপিটিএর আওতায় ৩০৯৫ পণ্যের শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। সেই সুবিধার বাইরে ৯৭% শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলো। ফলে শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে ৮২৫৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলো। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আবদুল মোমেন জানান, বাংলাদেশ যে ইকোনমিক ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতি চালু করেছে, এটা তারই বড় অর্জন। এই সিদ্ধান্তের ফলে চীনের বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যই শুল্কমুক্ত সুবিধা পাবে। এটাকে শতভাগ শুল্কমুক্ত রপ্তানি সুবিধাও বলা যায়। কারণ বাংলাদেশ থেকে যত ধরনের পণ্য চীনে রপ্তানি হয় তার মধ্যে মাত্র ৩টি বাদে সবই বিনা শুল্কে দেশটির বাজারে ঢুকতে পারবে। এলডিসি কান্ট্রি হিসেবে বাণিজ্যের ওই প্রাধিকারটি পেতে দীর্ঘ দিন ধরে ঢাকা-বেইজিং আলোচনা চলছিল। ১৬ জুন সুবিধাটি দিতে সম্মত হয় শি জিন পিংয়ের নেতৃত্বাধীন সরকার।

সর্বশেষ খবর