শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

আইসিইউতে সাহারা খাতুন

নিজস্ব প্রতিবেদক

আইসিইউতে সাহারা খাতুন

বার্ধক্যজনিত রোগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। গতকাল সকালে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ২ জুন রাতে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাহারা খাতুনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বলেন, ‘আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে আইসিইউতে নেওয়া            হয়েছে। ক্রিটিক্যাল না হলে তো সাধারণত আইসিইউতে নেওয়া হয় না। আসলে আমরা যখন তাকে হাসপাতালে নিয়ে আসি তখন মূল সমস্যা ছিল সারা শরীরের আলার্জি। এটা বেড়ে যাওয়ার পরে মুখে খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। এজন্য আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম। যেন মুখে খাবার খেতে না পারলেও স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া যায়। কিন্তু দিন দিন ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে যায়।’ হাসপাতালে মেডিসিনের চিকিৎসক ডা. আফসানার অধীনে তিনি চিকিৎসাধীন আছেন বলেও জানান মুজিবুর রহমান। এ সময় সাহারা খাতুনের সুস্থতায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহারা খাতুনের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসার সার্বিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও সাহারা খাতুনের চিকিৎসসার খোঁজখবর রাখছেন। ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আবদুল আজিজ, মায়ের নাম টুরজান নেসা। সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। সাহারা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর