রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

এক দিনেই মারা গেলেন ডাক্তার সাংবাদিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন ডাক্তার, একজন সাংবাদিক ও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকায় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান, বগুড়ায় প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. সাইদুজ্জামান সরকার ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) মো. দুলাল শিকদার (৫২) মারা গেছেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান মারা গেছেন। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল ৩টার দিকে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. আসাদুজ্জামান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের প্রবীণ সদস্য মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক হাতিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক মো. সাইদুজ্জামান সরকার তারা (৭০) মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কমান্ড ও সদর উপজেলা কমান্ড শোক প্রকাশ করেছে। অন্যদিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উচ্চমান সহকারী মো. দুলাল শিকদার (৫২) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৮ জুন তিনি রাজারবাগ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুলিশ সদস্য মো. দুলাল শিকদারের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার সাজলিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মোসলেম আলী শিকদার ও মাতার নাম মৃত উজ্জ্বালা বেগম। তিনি দুই কন্যা ও স্ত্রীকে রেখে গেছেন।

সর্বশেষ খবর