মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা
অবমুক্তির ক্ষণ কাল

রাশিয়ার ভ্যাকসিন ধাপে ধাপে ছড়াবে গোটা বিশ্বে

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার ভ্যাকসিন ধাপে ধাপে ছড়াবে গোটা বিশ্বে

খুব অল্প সময়ে কয়েক ধাপের ট্রায়াল সম্পন্ন করেছে রাশিয়া -ফাইল ফটো

বিশ্বের মধ্যে প্রথম করোনা প্রতিরোধক ভ্যাকসিন আনছে রাশিয়া। আগামীকাল ১২ আগস্ট এ ভ্যাকসিনের নথিভুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিক অবমুক্তি ঘটবে। তবে ভ্যাকসিন প্রথমেই সবাই পাবেন না। কিছু পরীক্ষার পর রাশিয়ার নির্দিষ্ট এলাকায় এগুলো মিলবে। পরের ধাপে মিলবে গোটা রাশিয়া জুড়ে। এরপর ভ্যাকসিন বাজারজাত করা হবে বিশ্বব্যাপী। ধারণা দেওয়া হয়েছে, বিশ্বে এ ভ্যাকসিন মিলবে ২০২১ সালের প্রথম থেকেই। সূত্র : রয়টার্স।

প্রসঙ্গত, রাশিয়ার ভ্যাকসিন নিয়ে অন্যান্য প্রতিযোগী দেশগুলো এরই মধ্যে নানা বিতর্ক তোলা শুরু করেছে। তবে রাশিয়া একে ‘বাজারজাত ঠেকানোর মতলব’ হিসেবে উল্লেখ করেছে। অবশ্য রুশ সরকার কোনো বিতর্কে কান না দেওয়ার নীতি নিয়ে অগ্রসর হচ্ছে এবং ভ্যাকসিন অবমুক্তকরণের মাধ্যমে ১২ আগস্টকে ‘স্পুতনিক ডে’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ ভ্যাকসিনটি তৈরি করেছে। এই প্রসঙ্গে রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ বলেছেন, ‘গামালেই ইনস্টিটিউট যে ভ্যাকসিন তৈরি করেছে তা ১২ আগস্ট নথিভুক্ত হবে। এরপর প্রথমে চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে।’ পাশাপাশি প্রায় ১ হাজার ৬০০ জনের ওপরে এটির পরীক্ষামূলক প্রয়োগও করা হবে। রুশ কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের মধ্যে রাশিয়ার মানুষের জন্য তিন কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা হবে। এরপর বিশ্বের অন্যান্য দেশের জন্য ১৭ কোটি ভ্যাকসিন উৎপাদন করা হবে। এটি প্রাথমিক পরিকল্পনা হলেও প্রয়োজনের তাগিদে এ সংখ্যা বাড়ানো হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের অক্টোবর মাস থেকেই রাশিয়ায় বিপুল সংখ্যায় এই ভ্যাকসিন তৈরি হবে। তখন থেকেই সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে যাবে ভ্যাকসিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর