রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনায় কাজ হারিয়ে ৬১,২১৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ২১৮ বাংলাদেশি কর্মী দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ইউরোপসহ বিশ্বের অর্থনৈতিক মন্দাই এসব কর্মীর ফিরে আসার প্রধান কারণ বলে জানান তিনি। গতকাল সকালে প্রবাসীকল্যাণ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্তদের জন্য ২০০ কোটি টাকা ও বিদেশ ফেরত সবার জন্য আরও ৫০০ কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রবাসী মন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা কর্মচারীরা প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর