সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের লালিত স্বপ্ন বাস্তবায়নের শপথ নিতে হবে। বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ ও মানচিত্রকে অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে না, তারা দেশের মানুষকেও শ্রদ্ধা করে না। তারা মুক্তি সংগ্রামকেও শ্রদ্ধা করে না।
গতকাল বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক বি. চৌধুরী বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নিষ্ঠুরতম অধ্যায় রচিত হয়েছিল। আমাদের জন্য এটি একটি লজ্জাজনক দিন। এ দিন স্বাধীনতার অগ্রদূত, মুক্তিযুদ্ধের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল। জাতির জন্য এটা ছিল শোকাবহ এক লজ্জাজনক দিন। তাঁর এই মহাপ্রয়াণ দিবসে আমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়নের। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সহসভাপতি মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ বক্তব্য দেন।