মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

লেনদেন ভোগান্তির কারণ অনুসন্ধানে কমিটি

নিজস্ব প্রতিবেদক

আগের দিন সামান্য উত্থান হলেও গতকাল দরপতনে শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে, ডিএসইর ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৬.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৩৬ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ২০৮ কোটি ৬২ লাখ টাকা কম। ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৯টির দর বেড়েছে। কমেছে ২৩২টি ও ৩৩টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮২ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। সিএসইতে ৩০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওয়েবসাইট নিয়ে তদন্ত কমিটি : ডিএসইর ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানের পাশাপাশি শেয়ারবাজারে তার প্রভাব ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করবে। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। গত ১৯ ও ২০ আগস্ট ডিএসইর ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।

বিনিয়োগকারীরা কেউ ওয়েবসাইটে তাদের তথ্য দেখতে পাননি ওই দুই দিন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর