শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে তিস্তা নিয়ে কথা

-ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

নয়াদিল্লি প্রতিনিধি

আসন্ন ভারত-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টনসহ দ্বিপক্ষীয় যাবতীয় বিষয়ে আলোচনা হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা জানান। পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শ কমিটির বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে কিনা- শ্রীবাস্তব বলেন, ‘এই বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে।’ এতদিন ভারত সরকারের ঘোষিত নীতি ছিল তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতে সর্বসম্মতি হলেই চুক্তি স্বাক্ষরিত হবে। কিন্তু গতকাল সেই নীতির থেকে ভিন্ন কথা বললেন। সরকারি সূত্র জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবে। বিশেষ করে যৌথ পরামর্শ কমিটির বৈঠকের আগে। পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতেই কেন্দ্রীয় সরকার এই চুক্তি করতে পারছে না। যৌথ বৈঠকে পৌরোহিত্য করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশ সরকার চীনের কভিড ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমতি দেয় গতকাল। সেই প্রসঙ্গ উল্লেখ না করে মুখপাত্র বলেন, ‘পররাষ্ট্র সচিবের ঢাকা সফরকালে তার সঙ্গে যে বৈঠক হয়, তাতে কভিড মোকাবিলা এবং ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের  সূত্র জানায়, চীনের ভ্যাকসিন পরীক্ষা নিয়ে মতামত দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস বিবৃতি জারি করে তাতেই বলা হয়, ‘ভারতের কভিড ভ্যাকসিন যখনই তৈরি হবে, তা নিয়ে পরীক্ষাসহ সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ এর জন্য অপেক্ষা করে আছে, যাতে সহজ মূল্যে বাংলাদেশের নাগরিকরা ব্যবহার করতে পারেন। তাবলিগের বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহার : মুখপাত্র বলেন, তাবলিগ জামাতের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২৪ আগস্ট পর্যন্ত ১০৯৫ জনের বিরুদ্ধে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে ৬৩৮ জন নিজ দেশে ফিরে গিয়েছেন। বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এদের ফেরত পাঠানো হচ্ছে। এদের বিরুদ্ধে ভিসা বিভাগ যে কালো তালিকা করেছিল, তার পরিবর্তে ভবিষ্যতে এরা আসতে চাইলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। পর্যটন ভিসা নিয়ে আসা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর