দেশে চিকিৎসাসেবার নামে ঘাটে ঘাটে চলছে বাণিজ্য। সেবা নিতে গিয়ে মোটা অঙ্কের বিলের ফাঁদে পড়ছেন কভিড ও নন-কভিড রোগীরা। এক পিপিই ব্যবহার করে দিনভর সেবা দিলেও প্রত্যেক রোগীর কাছ থেকে নেওয়া হচ্ছে আলাদা মূল্য। টেস্টের গলা কাটা ফি রাখা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলোয়। চিকিৎসকের নেই কোনো নির্ধারিত ভিজিট ফি। যে যার মতো ফি নিচ্ছেন। মাসে অন্তত তিনবার বাড়ানো হচ্ছে টেলিমেডিসিন ফি। কর্তৃপক্ষের…