সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সব সেক্টর দুর্নীতিবাজদের জালে বন্দী

নিজস্ব প্রতিবেদক

সব সেক্টর দুর্নীতিবাজদের জালে বন্দী

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, স্বাস্থ্য খাতের ভয়াবহ দুর্নীতির চিত্র দেশবাসীকে হতবাক করেছিল। এখন আবার তিতাস গ্যাসের হরিলুট বিস্মিত করেছে। রাষ্ট্রের সব সেক্টর দুর্নীতিবাজ, অসাধু, চোর-বাটপাড়দের জালে বন্দী। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মহামারী রূপ নিয়েছে। এ দেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাচ্ছে। যা আমাদের জন্য চরম অবমাননার। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে নেতৃত্বের সর্বস্তরে আল্লাহভীরু নেতা নির্বাচিত করতে হবে। ইসলামী অনুশাসন ছাড়া এ জাতিকে রক্ষা করা যাবে না। পীর চরমোনাই বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। নারায়ণগঞ্জে বাসাবাড়ি ও শিল্প-কারখানায় তিতাস গ্যাসের অবৈধ লাইনের ছড়াছড়ি। যদি একটি জেলায়ই শুধু ২ লাখ অবৈধ লাইন থাকে, তাহলে বাকি জেলাগুলোতে কী পরিমাণ অবৈধ সংযোগ রয়েছে, তা বলাই বাহুল্য।

সর্বশেষ খবর