মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বিস্ময়ের শেষ নেই স্বাস্থ্য খাতে

স্বাস্থ্যের ডিজি হতে চাই না ড্রাইভার হয়ে মরতে চাই

ক্ষোভ প্রকাশ চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক ধনকুবের মালেক গ্রেফতারের পর মুখ খুলছেন তার মাধ্যমে হেনস্তার শিকার অনেকেই। তুলে ধরছেন তার অপরাধের নানা তথ্য। একজন চিকিৎসক বলেন, ‘আমি স্বাস্থ্যের ডিজি (মহাপরিচালক) হতে চাই না, জীবনের শেষ ইচ্ছা ডিজির ড্রাইভার হয়ে মরতে চাই, রিটায়ার্ড হতে চাই। আমি ডিজি হতে চাই না।’ গতকাল গণমাধ্যমকে এ কথা বলেন এই চিকিৎসক। এই চিকিৎসক আরও বলেন, মালেক ড্রাইভারের কারণে আমরা অফিসে আসতে পারতাম না। সে তার দলবল নিয়ে হয়রানি করত। বলতে গেলে ডিজি অফিসটা মালেকের বাবার অফিসে পরিণত হয়েছিল।

সূত্র জানায়, মালেক এখন জেলে, তবু অধিদফতরজুড়ে যেন ছড়িয়ে আছে তার জাল। সহকর্মীরা অনেকেই মুখে কুলুপ এঁটেছেন। যারা কথা বলছেন, তারা গাইছেন গুণকীর্তন। তাদের দাবি, কেউ বিপদে পড়লে হাজার টাকা আর্থিক সহায়তা আর চাকরি দিয়ে সাহায্য করতেন মালেক। তাহলে তার সেই ক্ষমতা বা টাকার উৎস ছিল কী? এমন প্রশ্নের উত্তর নেই কারও কাছে। জানা গেছে, মালেকের মেয়ের জামাই অধিদফতরের ক্যান্টিন লিজ নিলেও এখনো তা পরিচালনা করা হয় সরকারি বেতনভুক কর্মচারী দিয়ে। একজন চিকিৎসক বলেন, যদি কোনো অধস্তন কর্মকর্তার এত প্রতিপত্তি হয়, তাহলে বুঝতে হবে সেই কার্যালয়ের যিনি সর্বোচ্চ অবস্থানে আছেন তার আশ্রয় ও প্রশ্রয়ে থাকে। মালেকের মেয়ে ও ভাই অধিদফতরের অফিস সহকারী পদে, ভাতিজা ও এক নিকটাত্মীয় অফিস সহায়ক পদে, ভাগ্নে ও ভায়রা ড্রাইভার পদে চাকরি করছেন বলে জানান ওই চিকিৎসক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর