শিরোনাম
রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গণফোরাম দুই অংশের পাল্টাপাল্টি কর্মসূচি

ড. কামাল কাউন্সিলে না এলে নতুন সভাপতি নির্বাচন : মন্টু

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ অক্টোবর রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আলাদাভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণফোরামের দুই অংশ। দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বধীন অংশ ওইদিন বেলা ১১টায় প্রেস ক্লাবের হলরুমে তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা ডেকেছে। একই সময়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন অংশটি। 

এ সম্পর্কে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আমাদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ বর্তমান কমিটির  নেতারা একত্রিত হবেন। সেখানে সভাপতি ড. কামাল হোসেনও উপস্থিত থাকবেন। অন্যদিকে গতকাল দুপুরে আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় মন্টু গ্রুপের। এ সভা থেকে আগামী ১৭ অক্টোবর নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দেন তারা। বর্ধিত সভা শেষে মোস্তফা মহসীন মন্টু বলেন, গুলশানের বাড়িতে আর হোটেলে বসে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে রাজপথে থাকতে হবে, পার্টি অফিসে আসতে হবে, সর্বস্তরের মানুষের সঙ্গে মিশতে হবে। গণফোরাম ভেঙে যাচ্ছে কিনা? এ প্রশ্নের জবাবে মোস্তফা মহসীন বলেন, আমি তা মনে করি না। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই গণফোরামের নতুন নেতৃত্ব তৈরি হবে। তিনি আরও বলেন, ড. কামাল হোসেন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি আমাদের শীর্ষনেতা। মাঠের নেতা-কর্মীদের নিয়ে তিনি জনগণের কাছাকাছি কাজ করবেন বলে আমরা আশা করি। ড. রেজা কিবরিয়ার সাংগঠনিক কর্মকান্ডে র সমালোচনা করে তিনি বলেন, গণফোরাম ১৪ দলের সঙ্গে আন্দোলনে ছিল। এরপর ঐক্যফ্রন্টের সঙ্গে বড় আন্দোলনে ছিল। কিন্তু তার (ড. রেজা) নেতৃত্বে গত দুই বছরে গণফোরামকে মাঠে দেখা যায়নি। তারা মানুষের পাশে দাঁড়ায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর