শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পকে ক্রেজি আঙ্কেল বললেন ওবামা

কাল থেকে নিউইয়র্কে ভোট

সাইফ ইমন

ট্রাম্পকে ক্রেজি আঙ্কেল বললেন ওবামা

আসছে ৩ নভেম্বর আমেরিকায় হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে জো বাইডেনকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি পেনসিলভানিয়ায় হোয়াইট হাউসের প্রার্থী হিসেবে জো বাইডেনের পক্ষে প্রচারণায় বারাক ওবামা ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বলে মন্তব্য করেছেন। বারাক ওবামা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। জো বাইডেনকে সমর্থন করে তিনি বলেন, ‘যদি বাইডেন জয়ী হন তবে আমরা এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে পাব, যিনি যে কাউকে অপমান করবেন না।’ ওবামা আরও বলেন, ‘বাইডেন এমন নন যে কেউ তাকে সমর্থন না করলে জেলে পাঠানোর হুমকি দেবেন। এগুলো কোনোভাবেই একজন প্রেসিডেন্টের আচরণ হতে পারে না।’

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের জাতীয় কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল স্টিল। ২০ অক্টোবর এনবিসি নিউজে মাইকেল স্টিল একটি উপসম্পাদকীয় লিখেছেন। ওই লেখায় তিনি জো বাইডেনের প্রতি তার সমর্থনের কথা জানিয়ে বলেছেন, ‘তিনি একজন রক্ষণশীল আমেরিকান ও রিপাবলিকান।’ আসছে ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে  তিনি ভোট দেবেন। রিপাবলিকান দলের জাতীয় কমিটিতে প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইকেল স্টিল। তিনি বলেন, ?‘ব্যক্তিগত উদ্যোগ ও ফ্রি এন্টারপ্রাইজ যুক্তরাষ্ট্রের জনগণের ক্ষমতায়নের মূল চালিকাশক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণের এ চালিকাশক্তি অর্জনে ব্যর্থ হয়েছেন। রিপাবলিকান দল তার মূল চেতনা থেকে সরে এসেছে এবং একজন ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে।’

এদিকে মূল নির্বাচনের মতো আগাম ভোটেও নিউইয়র্কে বাংলায় ব্যালট পাবেন প্রবাসীরা। আগামীকাল ২৪ অক্টোবর শনিবার শুরু হবে আগাম ভোট গ্রহণের পালা এবং তা চলবে ১ নভেম্বর রবিবার পর্যন্ত। করোনাভাইরাস তা-বে সন্ত্রস্ত ভোটারদের স্বার্থে আরও ৩৭ স্টেটে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, ২ কোটি ৯০ লাখ ভোটার ভোট দিয়েছেন। সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে এসব ভোট প্রদানের ঘটনা ঘটেছে বলে বোর্ড অব ইলেকশন সূত্রে জানা গেছে। এনবিসি নিউজের পর্যালোচনা অনুযায়ী, এসব আগাম ভোটের ১৪.২ মিলিয়ন ডেমোক্র্যাট এবং ১০.১ মিলিয়ন হলেন রিপাবলিকান। ডাকযোগে ভোট প্রদানের ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান, ওহাইয়োসহ ফলাফল নির্ধারণী ৯ স্টেটের প্রতিটিতে সোমবার পর্যন্ত ১০ লাখ ভোটারের ব্যালট জমা হয়েছে। নিউইয়র্কে বিপুলসংখ্যক ভোটার আগাম ভোটে অংশ নেবেন বলে জানা গেছে।

ট্রাম্প-বাইডেন শেষ বিতর্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্ক অনুষ্ঠানের তারিখ করা হয় যুক্তরাষ্ট্রের সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে (বাংলাদেশ সময় আজ সকাল ৭টায়)। এ বিতর্কে যাতে দুই প্রার্থী ঝগড়ায় জড়িয়ে না পড়েন বা আগের বারের মতো একে-অন্যকে হইচই করে ঘায়েল করতে না পারেন সে লক্ষ্যে বিতর্ক পরিচালনাকারী কমিশন এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন মিউট বাটন (নিঃশব্দ) করে রাখার ব্যবস্থা রাখে। এ বিষয়ে কমিশন আগেই জানায়, এবারের বিতর্কে প্রতিটি ১৫ মিনিট পর্বের শুরুতে দুই প্রার্থীকে ২ মিনিট করে সূচনা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। সে সময় তারা যেন বাধাহীনভাবে কথা বলতে পারেন, সেজন্য মিউট বাটন ব্যবহার করে অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে। সূচনা বক্তব্যের পর একে একে দুই প্রার্থীর মাইক্রোফোন চালু করে দেওয়া হবে, যেন তারা কথা বলতে পারেন। ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্ক অনুষ্ঠান ১৫ মিনিট করে ছয়টি অংশে বিভক্ত থাকবে। প্রতিটি অংশের আলোচ্য বিষয় ঘোষণা করবেন অনুষ্ঠানের সঞ্চালক এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর