জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংবিধান থেকে ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দিতে হবে। ৭০ ধারায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা স্বৈরতন্ত্রের পর্যায়ে পড়ে। এই অনুচ্ছেদ অনুযায়ী কোনো এমপি সংসদে তার দলের বিপক্ষে ভোট দিলে তাকে সংসদ সদস্য পদ হারাতে হয়। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রচলিত নির্বাচন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই কার্যকর নয়। তাই ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটি : মো. আজিজুল হককে আহ্বায়ক এবং মো. জহিরুল হককে সদস্য সচিব করে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি পঞ্চগড় জেলা ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া। আগামী ৬০ দিনের মধ্যে সব কমিটি গঠন করে কেন্দ্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে জেলা সম্মেলন সম্পন্ন করবে। কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেনের সুপারিশে কমিটি অনুমোদন করা হয়।