রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্ব নেতারা যা বললেন

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। গতকাল বাংলাদেশ সময় রাতে বাইডেনকে নির্বাচিত ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটে তিনি লেখেন, বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন। টুইটের সঙ্গে এ-সম্পর্কিত একটি বিবৃতির ছবিও পোস্ট করেন ওবামা, যেখানে তিনি লেখেন, আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানানোর চেয়ে গর্বের আর কিছু নেই। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানান আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন ও পররাষ্ট্রমন্ত্রী সিমন কোভেনি। তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা। টুইট বার্তায় তিনি বলেন, ‘অভিনন্দন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের সময় প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। নির্বাচিত হলে এই চুক্তিতে আবার আমেরিকাকে অন্তর্ভুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাইডেন।’ সে প্রসঙ্গে অনেকটা আশাবাদী ফিজির প্রধানমন্ত্রী। জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটে তিনি লেখেন, ‘বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আমরা দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার ও মিত্র। আমরা এমন এক সম্পর্কে জড়িয়ে আছি, যা বিশ্বমঞ্চে এক অনুপম দৃষ্টান্ত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানান ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আশা করছেন, বাইডেন যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন এবং সঠিক পথে পরিচালিত করবেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর