সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

গ্রেফতার মুয়াজ্জিন পাঁচ দিনের রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বুড়িমারী জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের (৫৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মুয়াজ্জিন আফিজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার ফইমুদ্দিনের ছেলে। তিনি বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এর আগে শনিবার বিকালে মুয়াজ্জিন আফিজকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মাহমুদুন্নবী। রবিবার (গতকাল) শুনানির দিন ধার্য করে আদালত। গতকাল আদালতে আসামি আফিজকে হাজির করে পুলিশ। এ সময় রিমান্ড আবেদন শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ নিয়ে এ ঘটনায় ১১ জনকে রিমান্ডে নিল পুলিশ। এরই মধ্যে মূল হোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটর এবং মসজিদের খাদেম জোবেদ আলীসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে এ ঘটনায় গতকাল বুড়িমারী উফারমারা গুড়িয়াটারী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনকে (৩২) গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করা হলো। সর্বশেষ গ্রেফতার হেলাল পুলিশের ওপর হামলা ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। ২৯ অক্টোবর রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কোরআন অবমাননার অভিযোগ এনে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর